ভূমিকা: প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সত্যিকার প্রেরণার উজ্জ্বল বাতিঘর। অনুপম চরিত্রের এক আদর্শ মহা পুরুষ তিনি। স্বয়ং মহান আল্লাহ সাত আসমান থেকে তার চারিত্রিক সনদ দান করে বলেন,
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ
“(হে নবী) আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।” [সূরা ক্বালাম: ৪]
সুন্দর আচরণ, ক্ষমা, উদারতা, নিময়-নম্রতা, অহংকার মুক্ত ও সহজ-সরল জীবন, ধৈর্য ও সহিষ্ণুতা, রাগ নিয়ন্ত্রণ, দয়া ও ক্ষমা প্রদর্শন, সাহসিকতা, ন্যায়-ইনসাফ, লজ্জাশীলতা, দানশীলতা, হাসি-কৌতুক ইত্যাদি মানবিক গুণাবলীর ক্ষেত্রে এক অনন্য-অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। তাঁর কথা বলার ধরণ, খাওয়া-দাওয়া, ঘুম, দুনিয়ার সম্পদের প্রতি অনাগ্রহ, শিশুদের সাথে আচরণ, দাম্পত্য জীবন ইত্যাদি সকল ক্ষেত্রেই তিনি বিশ্ব মানবতার সামনে এক বিশাল প্রেরণার উৎস ও অনুকরণীয় মহান আদর্শ। আল্লাহ তাআলা তার রাসূল সম্পর্কে বলেন,
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
“যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্যে রসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে।” [সূরা আহযাব: ২১]
আমরা যেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালামকে আমাদের বাস্তব জীবনে অনুসরণ-অনুকরণ করতে পারি এবং সমাজে তার চারিত্রিক সৌন্দর্যের সুবাতাস ছড়িয়ে পড়ে সে উদ্দেশ্যে আমরা এখানে প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এ সকল অনুপ্রেরণা দায়ক ও অনুসরণীয় চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কম কথায় সহজ-সরলভাবে কুরআন-হাদিসের দলিলের আলোকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুন। আমিন।
No comments:
Post a Comment